শক্রবার ২৮ নভেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অফার

ফার্স্টট্রিপ নিয়ে এলো এফটি ক্লাব লয়্যালটি প্রোগ্রাম

বার্তা ডেস্ক ২২ সেপ্টেম্বার ২০২৫ ০৫:১৮ পি.এম

ফার্স্টট্রিপ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ আনুষ্ঠানিকভাবে চালু করল ‘এফ টি ক্লাব’ লয়্যালটি প্রোগ্রাম। যেখানে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা ও রিওয়ার্ডস। এই লয়্যালটি প্রোগ্রাম এর মাধ্যমে ফার্স্টট্রিপ গ্রাহকদের জন্য নিশ্চিত করবে প্রিমিয়াম সার্ভিস ও বেটার এক্সপেরিয়েন্স।

এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা প্রতিবার ফ্লাইট বুকিং করলেই পাবেন এফ টি পয়েন্ট, যা ভবিষ্যতের যেকোন বুকিং এ ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।

ফার্স্টট্রিপের এফ টি ক্লাব এর মেম্বার হওয়া একদম সহজ ও সম্পূর্ণ ফ্রি। ফার্স্টট্রিপ অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে ফ্লাইট বুকিং করলেই গ্রাহকরা সরাসরি এফ টি ক্লাবের মেম্বার হয়ে যাবেন। তাই এখন থেকে ফার্স্টট্রিপের প্রতিটি বুকিংয়ে  গ্রাহকরা পাবেন এফ টি পয়েন্ট এবং পরবর্তী বুকিংয়ের সময় নুন্যতম পঞ্চাশ পয়েন্ট হলেই ‘রিডিম এফ টি পয়েন্ট’ অপশন সিলেক্ট করলে ডিসকাউন্ট উপভোগ করতে পারবে।

ফার্স্টট্রিপের পক্ষ থেকে জানানো হয় এফ টি ক্লাবে থাকছে টোটাল চারটি লেভেল। সিলভার, গোল্ড, প্লাটিনাম এবং লেজেন্ডারি। প্রতিটি লেভেলে রয়েছে গ্রাহকের জন্য এক্সট্রা বেনিফিট, এক্সক্লুসিভ অফার ও প্রিমিয়াম সব সেবা।  ফার্স্টট্রিপের লেজেন্ডারি লেভেল মেম্বারদের জন্য থাকছে দারুণ সব এক্সক্লুসিভ সারপ্রাইজ, ২৪/৭ প্রিমিয়াম সাপোর্ট, ফ্রি ট্রাভেল ইনসুরেন্স, ফ্রি ব্যাগেজ ইনসুরেন্স, ভিসা প্রসেসিং এর সার্ভিস চার্জ, রিফান্ড ও রি-ইস্যুর সার্ভিস চার্জ একদম ফ্রি।

ফার্স্টট্রিপের হেড অব মার্কেটিং মীর তাজমুল হোসেন বলেন,  ‘এফ টি ক্লাব কাস্টমারদের প্রতি ফার্স্টট্রিপের বিশেষ কমিটমেন্ট। আমরা বিশ্বাস করি এফটি ক্লাব আমাদের পথচলার আরেকটি নতুন মাইলফলক, যার মাধ্যমে ফার্স্টট্রিপ বাংলাদেশের সেরা ইউজার ফেন্ডলি ও টেক ট্রাভেল ব্র্যান্ড হওয়ার পথে অগ্রসর হচ্ছে।’

এফটি ক্লাব লয়্যালটি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।