বার্তা ডেস্ক ২৫ নভেম্বার ২০২৫ ০৬:৪৭ পি.এম
পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপকে রক্ষায় অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রস্তুত করা খসড়া মাস্টার প্ল্যান সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।
এ পরিকল্পনাটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে উন্মুক্ত করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খসড়া মাস্টার প্ল্যান বিষয়ে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর, সংস্থা, অংশীজন ও সাধারণ মানুষকে env2@moefcc.gov.bd ঠিকানায় লিখিত মতামত পাঠানোর অনুরোধ করা হয়েছে।
একইসঙ্গে ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’–এর খসড়ার ওপরও ২০ ডিসেম্বরের মধ্যে একই ঠিকানায় মতামত পাঠাতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, সকলের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবিলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে।
সেন্টমার্টিন মাস্টার প্ল্যান নিয়ে মতামত পাঠানোর আহ্বান
সেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ
কল্পলোকের মেরিন ড্রাইভ : কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা নতুন পর্যটন কেন্দ্র
পর্দা নামল ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের, আঞ্চলিক পর্যটন সহযোগিতায় নতুন প্রত্যয়
তিন লক্ষাধিক হোটেল কক্ষ তৈরির দিকে এগোচ্ছে সৌদি