বার্তা ডেস্ক ২৮ অক্টোবার ২০২৫ ০৬:২৫ পি.এম
ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফিরে আসতে বাধ্য হয়েছে। গতকাল রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় বিমান পরিষেবা সংস্থা স্পাইসজেটের সেই উড়োজাহাজটিতে ১৬০ জন যাত্রী ছিলেন। এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম শহর মাদুরাই থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। উড্ডয়নের কিছু সময় পর বিমানচলক উড়োজাহাজটিতে সমস্যা লক্ষ্য করেন। ত্রুটি নজরে আসামাত্র তিনি বিমানটি ফেরানোর সিদ্ধান্ত নেন। চেন্নাই বিমানবন্দর অপেক্ষাকৃত কাছাকাছি হওয়ায় সেখানেই অবতরণের সিদ্ধান্ত নেন তিনি।
যাত্রী এবং ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা সবাই নেমে যাওয়ার পর প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করা শুরু করেন।
প্রসঙ্গত, গত ১২ জুন গুজরাটের রাজধানী আহমেদাদে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পর আছড়ে পড়ে ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী সেই বিমানটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, তাদের মধ্যে একজন যাত্রী ব্যাতীত সবাই নিহত হন।
ভয়াবহ সেই দুর্ঘটনার পর থেকে গত কয়েক মাসে ভারতের বিভিন্ন বিমান পরিষেবার সংস্থার বিমানে নানা ত্রুটি ধরা পড়ছে। পাঁচ দিন আগে কলকাতা থেকে জম্মু-কাশ্মিরের রাজধানী শহর শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে জরুরি অবতরণ করাতে হয় বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটির অবতরণের কারণ—সেটির জ্বালানি ট্যাংকে লিক ছিল এবং মাঝ আকাশে সেটি চালকের নজরে আসে।
যান্ত্রিক ত্রুটির কারণে জুন থেকে এ পর্যন্ত ৪ মাসে ভারতে অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে, কিংবা ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।
ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাবে ভারতে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়
৫ বছর পর ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু
৩০ বছরের পর ফের চালু হচ্ছে সোমালি এয়ারলাইন্স
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে চেন্নাই ফিরল দুবাইগামী বিমান
৪৩৬ সিটের তৃতীয় এয়ারবাস যুক্ত, ইউএস-বাংলার বহরে এখন ২৫টি এয়ারক্রাফট
৩০০ এজেন্ট নিয়ে ইউএস-বাংলার ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’
কক্সবাজার রুটে রাত্রিকালীন ফ্লাইট চালু করলো এয়ার এ্যাস্ট্রা