শক্রবার ২৮ নভেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিমান

বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি ঠেকাতে মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা

বার্তা ডেস্ক ০৬ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৩৯ পি.এম

মূল্য বৃদ্ধি

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা ঠেকাতে আকাশপথের যাত্রী এবং ট্রাভেল এজেন্সির মালিকদের চারটি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো দেওয়া হয়।

সেগুলো হলো-

১. এয়ার টিকিটের গায়ে অবশ্যই বিক্রয়মূল্য উল্লেখ করতে হবে।

২. ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে।

৩. যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না।

৪. কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।