শক্রবার ২৮ নভেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
এয়ারলাইন্স

লাইসেন্স ছাড়াই বিমান উড্ডয়ন, দুই পাইলটকে প্রত্যাহার করল এয়ার ইন্ডিয়া

বার্তা ডেস্ক ০২ নভেম্বার ২০২৫ ০৮:৩৮ পি.এম

এয়ার ইন্ডিয়া

বাধ্যতামূলক লাইসেন্স সংক্রান্ত শর্ত ভঙ্গ করে ফ্লাইট পরিচালনা করায় এয়ার ইন্ডিয়ার এক কো-পাইলট ও এক সিনিয়র ক্যাপ্টেনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। 

এয়ার ইন্ডিয়ায় পাইলটদের শিডিউল ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মে পাঁচ মাস আগে সতর্কবার্তা দিয়েছিল ডিজিসিএ। 

সর্বশেষ ঘটনার তদন্তে জানানো হয়েছে, দ্বি-বার্ষিক পাইলট প্রফিশিয়েন্সি চেক (পিপিসি) ইনস্ট্রুমেন্ট রেটিং টেস্টে উত্তীর্ণ না হয়েই কো-পাইলট একটি ফ্লাইট পরিচালনা করেন, আর সিনিয়র ক্যাপ্টেনের ইংরেজি ভাষা দক্ষতার (ইএলপি) লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

ডিজিসিএ এই ঘটনার তদন্ত করছে এবং বিমান সংস্থার কাছ থেকে রিপোর্ট চেয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এয়ারবাস এ৩২০ মডেলের বিমানের কো-পাইলট সাম্প্রতিক ইনস্ট্রুমেন্ট রেটিং–পাইলট প্রফিসিয়েন্সি চেক পরীক্ষায় অকৃতকার্য হন। নিয়ম অনুযায়ী, তাকে সংশোধনমূলক প্রশিক্ষণ ও পুনর্মূল্যায়ন পাস করতে হতো। কিন্তু তা না করেই তিনি ফ্লাইট পরিচালনা করেন।

এ বিষয়ে এক এয়ার ইন্ডিয়া মুখপাত্র বলেন, ‘একজন ফার্স্ট অফিসার পুনঃপ্রশিক্ষণ পরীক্ষায় অসন্তোষজনক ফলাফলের পরও ফ্লাইট পরিচালনা করেছেন—এমন ঘটনা শনাক্ত করা হয়েছে।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট পাইলট ও ক্রু শিডিউলারকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডিজিসিএ-কে জানানো হয়েছে।’

অন্য ঘটনায়, একজন সিনিয়র ক্যাপ্টেন ইএলপি লাইসেন্স নবায়ন না করেই ফ্লাইট পরিচালনা করেন।

এয়ার ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী, ‘একজন সিনিয়র পাইলটের মেয়াদোত্তীর্ণ ইএলপি লাইসেন্সসহ ফ্লাইট পরিচালনার ঘটনা ধরা পড়েছে।

বিষয়টি জানা মাত্রই তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনাটি ডিজিসিএ-কে রিপোর্ট করা হয়েছে।’

 

এয়ার ইন্ডিয়ার একাধিক সিনিয়র পাইলটের মতে, এসব ঘটনা কম্পানির অভ্যন্তরীণ তদারকি ও শিডিউল যাচাই প্রক্রিয়ার দুর্বলতা স্পষ্ট করছে। তাদের দাবি, প্রশিক্ষণ, লাইসেন্স নবায়ন ও শিডিউল অনুমোদনের মধ্যে সমন্বয় এখনো দুর্বল।

গত ১২ জুন আহমেদাবাদে একটি দুর্ঘটনার পর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার ক্রু রোস্টারিং প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি খুঁজে পায়।

এরপর তিনজন সিনিয়র কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে সংস্থাটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল।

তখন ডিজিসিএ জানিয়েছিল, ভবিষ্যতে লাইসেন্স, বিশ্রাম বা ফ্লাইট সময়সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অপারেটর পারমিট স্থগিতও হতে পারে।

আরও খবর

news image

চীন-জাপান উত্তেজনায় আন্তর্জাতিক ভ্রমণে বড় অস্থিরতা

news image

বিমানের টিকিটের দাম না বাড়ানোর দাবি আমিরাত প্রবাসীদের

news image

বিনামূল্যে ওয়াইফাই সেবা পাবেন হজ-ওমরাহযাত্রীরা

news image

লাইসেন্স ছাড়াই বিমান উড্ডয়ন, দুই পাইলটকে প্রত্যাহার করল এয়ার ইন্ডিয়া

news image

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা

news image

আজ থেকে চালু হচ্ছে ফ্লাইএডিলের ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট

news image

প্লেনে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করল এমিরেটস

news image

বিমানের ভেতরে ইঁদুর, বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট

news image

বিমানের যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ

news image

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকে আছেন ১৭৮ যাত্রী

news image

যান্ত্রিক ত্রুটি, ২৬২ যাত্রীসহ রোমে আটকা বিমানের ড্রিমলাইনার

news image

কাটছে না বিমানের শনির দশা!

news image

কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা

news image

কুয়েত বিমানবন্দরে ‘জর্দা’ নিয়ে আটক চার বাংলাদেশি

news image

এমিরেটস ফ্লাইট ক্যাটারিং এ যুক্ত হচ্ছে ৯২ টি আধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক