শক্রবার ২৮ নভেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিচিত্র

জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সারের মৃত্যু, কী লিখেছিলেন শেষ পোস্টে?

বার্তা ডেস্ক ০৬ নভেম্বার ২০২৫ ০৭:৫৫ পি.এম

ইনফ্লুয়েন্সারের মৃত্যু

জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার অনুনয় সুদ আর নেই। আজ বৃহস্পতিবার সকালে এই ভারতীয় ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে সুদের পরিবার গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে। তবে সুদের সামাজিক মাধ্যমের কার্যকলাপ দেখে বোঝা গেছে তিনি লাস ভেগাসে ছিলেন।

অনুনয় সুদ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেষ পোস্ট করেন গেল ৪ নভেম্বর। তিনি লিখেছিলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি কিংবদন্তি এবং স্বপ্নের মতো সব গাড়ির মাঝে সপ্তাহান্ত কাটালাম। আপনারা কোনটা নিয়ে ঘুরতে যেতে চান?’

লাস ভেগাসের উইন হোটেলে অনুষ্ঠিত 'কনকোর্স' নামক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুদ। সেখান থেকে পোস্টটি করেছিলেন। অনুষ্ঠানটিতে বিশ্বের সবচেয়ে বিরল, মূল্যবান এবং সুন্দর ডিজাইনের গাড়িগুলো প্রদর্শন করা হয়। এই কার শো প্রতি বছর নেভাদার লাস ভেগাসের উইন রিসোর্টে অনুষ্ঠিত হয়।

অনুনয় সুদ ভারতের একজন জনপ্রিয় ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার। পাশাপাশি তিনি একজন ফটোগ্রাফার ও উদ্যোক্তা। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বস তাকে ২০২৪ সালে ভারতের সেরা ১০০ ডিজিটাল তারকাদের মধ্যে স্থান দেয়। দুবাইতে তার একটি ডিজিটাল পারফরম্যান্স ও মার্কেটিং এজেন্সি রয়েছে। এ ইনফ্লুয়েন্সার ৪৬টি দেশ ভ্রমণ করেছেন এবং তার লক্ষ্য ছিল ১৯৫টি দেশ।

সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় সুদ। ইনস্টাগ্রামে তার ১.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল। অনুনয় সুদের হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের মাঝে। পরিচিতজনরাও প্রকাশ করেছেন শোক।